|
মা-বাবার দেখাশোনা আইনি বাধ্যতা: কর্নাটক হাই কোর্ট |
|
|
|
|
|
অনলাইন ডেস্ক বয়স্ক মা-বাবার দেখভাল করার অর্থ তাদের দয়া করা নয়। এটা সন্তানদের আইনি বাধ্যতা। এক মামলায় এমনই মন্তব্য করল কর্নাটক হাই কোর্ট। ভারতের দক্ষিণী রাজ্যটির বাসিন্দা কবিতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার বাবা রাজাশেখরা সদ্য মৃত হলেও বর্তমান রয়েছেন মা নির্মলা। কবিতার সঙ্গে বিয়ে হয়েছিল যোগেশের। তারা কর্নাটকের তুমাকুরু জেলার বাসবপাটনা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজাশেখরা মেয়ে কবিতাকে সমস্ত সম্পত্তি উপহার দেন লিখিত ভাবে। পরে তিনিই মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে তার অভিযোগ ছিল, বাড়ি তৈরি করতে ১০ লাখ রপি তার কাছ নিয়ে নিয়েছিলেন কবিতা-যোগেশ। কিন্তু পরে তাকে জোর করা হচ্ছিল সম্পত্তি বিক্রি করতে। পরে কবিতা ও যোগেশ দাবি করেন, রাজাশেখরা ও নির্মলার চিকিৎসার জন্য ৩০ লাখ রুপি খরচ করেছেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লক্ষ করেন, যে লিখিত চুক্তি করা হয়েছিল, তাতে রাজাশেখরার তরফে শর্ত আরোপ করা হয়েছিল যে, কবিতাকে বাবার দেখভালও করতে হবে। পাশাপাশি তিনি এও জানতে পারেন, জামাই ও মেয়ে রাজাশেখরাকে মারধর করেন। এমনকী, তাদের বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সেই উপহারের চুক্তি তিনি বাতিল করে দেন। এ পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কবিতা ও যোগেশ আদালতের দ্বারস্থ হন। তাদের সাফ কথা, রাজাশেখরাকে হাসপাতালে ভর্তি করার পর বহু অর্থ খরচ হয়েছে। তাই তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত আদালতও রায় দিয়েছে তাদের বিপক্ষেই। প্রথমে সিঙ্গল বেঞ্চ, আর এবার ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল, কবিতা ও যোগেশের চুক্তি বাতিলই থাকবে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মা ও বাবার দেখাশোনা করা কোনও দয়ার বিষয় নয়, এটা দায়বদ্ধতা। আইনগত বাধ্যবাধকতা।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস
, অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন
|
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে
মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০।
ফোন: ০১৭২৭২০৮১৩৮,
০১৪০২০৩৮১৮৭
,
০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com
|
|
|
|