শুক্রবার, মে ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুন্দরবনে চোরা শিকারের অভিযান ভেস্তে গেল, ৪২ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ   * এক রাতেই দুই খামারে ভয়াবহ ধ্বংস: লাখো টাকার মাছ ও মুরগির বাচ্চা নিধন   * কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার   * বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলেন মেয়ে   * ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী   * ভারত-পাকিস্তানের যত যুদ্ধ   * যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য   * দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে   * চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার   * আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ  

   আন্তর্জাতিক
মা-বাবার দেখাশোনা আইনি বাধ্যতা: কর্নাটক হাই কোর্ট
  Date : 12-11-2023
Share Button


অনলাইন ডেস্ক
বয়স্ক মা-বাবার দেখভাল করার অর্থ তাদের দয়া করা নয়। এটা সন্তানদের আইনি বাধ্যতা। এক মামলায় এমনই মন্তব্য করল কর্নাটক হাই কোর্ট।
ভারতের দক্ষিণী রাজ্যটির বাসিন্দা কবিতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার বাবা রাজাশেখরা সদ্য মৃত হলেও বর্তমান রয়েছেন মা নির্মলা। কবিতার সঙ্গে বিয়ে হয়েছিল যোগেশের। তারা কর্নাটকের তুমাকুরু জেলার বাসবপাটনা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজাশেখরা মেয়ে কবিতাকে সমস্ত সম্পত্তি উপহার দেন লিখিত ভাবে। পরে তিনিই মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে তার অভিযোগ ছিল, বাড়ি তৈরি করতে ১০ লাখ রপি তার কাছ নিয়ে নিয়েছিলেন কবিতা-যোগেশ। কিন্তু পরে তাকে জোর করা হচ্ছিল সম্পত্তি বিক্রি করতে।
পরে কবিতা ও যোগেশ দাবি করেন, রাজাশেখরা ও নির্মলার চিকিৎসার জন্য ৩০ লাখ রুপি খরচ করেছেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লক্ষ করেন, যে লিখিত চুক্তি করা হয়েছিল, তাতে রাজাশেখরার তরফে শর্ত আরোপ করা হয়েছিল যে, কবিতাকে বাবার দেখভালও করতে হবে। পাশাপাশি তিনি এও জানতে পারেন, জামাই ও মেয়ে রাজাশেখরাকে মারধর করেন। এমনকী, তাদের বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সেই উপহারের চুক্তি তিনি বাতিল করে দেন। এ পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কবিতা ও যোগেশ আদালতের দ্বারস্থ হন। তাদের সাফ কথা, রাজাশেখরাকে হাসপাতালে ভর্তি করার পর বহু অর্থ খরচ হয়েছে। তাই তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত আদালতও রায় দিয়েছে তাদের বিপক্ষেই। প্রথমে সিঙ্গল বেঞ্চ, আর এবার ডিভিশন বেঞ্চও জানিয়ে দিল, কবিতা ও যোগেশের চুক্তি বাতিলই থাকবে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মা ও বাবার দেখাশোনা করা কোনও দয়ার বিষয় নয়, এটা দায়বদ্ধতা। আইনগত বাধ্যবাধকতা।



  
  সর্বশেষ
বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ হলো
ট্রান্সশিপমেন্টের বাইরে: ভারতের মাধ্যমে রপ্তানি কার্গোর প্রকৃত কারণগুলো খতিয়ে দেখা
কেওয়াটখালী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে ভয়ানক অনিয়ম
সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com