খুলনা ডেস্ক:
খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, নগরীতে প্রতিনিয়ত খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি, ছিনতাই ও লুটপাটের মতো অপরাধমূলক ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান হত্যাকাণ্ডসহ গত ১০ মাসে খুলনা মহানগরীতে মোট ২৭টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই ক্রমাগত অবনতিশীল পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় চিহ্নিত অপরাধীরা আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পরও খুলনার পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়নি, যার ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে।
দলের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন পলাতক থাকা ও কারাবন্দি থাকা কিছু সন্ত্রাসী সম্প্রতি এলাকায় ফিরে এসে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, এবং ছিনতাইয়ের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড দিনদিন ভয়াবহ হয়ে উঠছে, যা খুলনার সাধারণ মানুষকে আতঙ্কিত করছে।
বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে সরকারও এর দায়ভার এড়াতে পারবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিবৃতিতে যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এবং মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
এই বিবৃতির মাধ্যমে তারা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানান, যাতে খুলনার মানুষ স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে পারে।