রবিবার, আগস্ট ৩১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি   * নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন   * বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ   * শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতও, তাহলে কি বাণিজ্যচুক্তি শিগগিরই হচ্ছে না   * অস্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান  

   খেলাধূলা
পোলার্ডের দানবীয় ইনিংসে নিউ ইয়র্ক ফাইনালে, আইপিএলের কোচে আবারও আগুন ঝরালো ব্যাট
  Date : 12-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

৩৮ বছর বয়সে এসেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউ ইয়র্ককে ফাইনালে তুলে আনলেন কাইরন পোলার্ড। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিনি এখনো একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে মাঠ কাঁপাচ্ছেন। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে এমআই নিউ ইয়র্কের হয়ে মাত্র ২২ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ফাইনালে পৌঁছে দেন তিনি।

ডালাসে যখন ম্যাচ জেতার জন্য নিউ ইয়র্কের রানরেট ১২ ছাড়িয়ে গেছে, তখনই মাঠে নামেন পোলার্ড। তার আগেই দল হারিয়েছে দুই ওপেনার কুইন্টন ডি কক ও মাইকেল ব্রেসওয়েলকে, স্কোর ছিল মাত্র ৪৩। তখন কিছুটা ধীরগতির ইনিংস খেলেন মোনাঙ্ক প্যাটেল, যিনি ৪৯ রান করে আউট হন ১৩তম ওভারে। তখনও প্রয়োজন ছিল ৮৩ রান। এই সময়েই গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হন পোলার্ড।

উইকেটে এসেই নূর আহমেদের প্রথম বলেই ১০০ মিটারের বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর ১৬তম ওভারে জিয়া-উল-হকের বিপক্ষে ৬, ৪, ৪, ২, ৬ এই দুর্দান্ত ব্যাটিংয়ে এক ওভারেই তুলে নেন ২৩ রান, যা ম্যাচের গতি বদলে দেয়। শেষদিকে নিকোলাস পুরান ৩৬ বলে ৫২ রান করে দলকে জয় এনে দেন, ম্যাচ শেষ করেন ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে।

লিগ পর্বে মাত্র ৩টি ম্যাচে জয় পাওয়া নিউ ইয়র্ক টিম এখন টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে ফাইনালে। তারা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ওয়াশিংটন ফ্রিডমের। পোলার্ডের মতো অভিজ্ঞ তারকার ব্যাটিং প্রমাণ করেছে, বয়স শুধুই একটি সংখ্যা, দলের প্রয়োজনের সময় অভিজ্ঞতা এবং দক্ষতাই হতে পারে জয়ের মূল চাবিকাঠি।



  
  সর্বশেষ
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ
খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com