ভারতের ক্রিকেট ইতিহাসের দুই মহাতারকা, রোহিত শর্মা ও বিরাট কোহলি, চলতি বছরের শেষদিকে ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের সিদ্ধান্ত নিতে পারেন বলে জোরালো গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ওয়ানডে সিরিজটি হতে পারে এই দুই ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ।
এর আগে কোহলি ও রোহিত টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও, ওয়ানডে ফরম্যাটে তারা এখনও সক্রিয়। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আর বিবেচনা করছে না।
বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, "২০২৭ বিশ্বকাপের সময় রোহিত ও কোহলির বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই হবে। তাই এখনই ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি সুস্পষ্ট পরিকল্পনা দরকার। তরুণ প্রতিভা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।"
এছাড়া, জাতীয় দলে জায়গা ধরে রাখতে চাইলে রোহিত ও কোহলিকে ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’-তে খেলতে হতে পারে। এমন শর্ত কার্যত তাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি, তবে এই আলোচনাই ইঙ্গিত দিচ্ছে—একটা যুগের সমাপ্তির পথে এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট।