খুলনা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন টেস্টের তৃতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে লজ্জাজনক এক রেকর্ড গড়েছে। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অধিনায়ক রোস্টন চেজ হতাশ কণ্ঠে এটিকে `হৃদয়বিদারক ও লজ্জাজনক` বলে উল্লেখ করেছেন।
মাত্র ২০৪ রানের লক্ষ্য নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ১৭৬ রানে হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বিপর্যয়ের এমন ভয়াবহ চিত্র টেস্ট ক্রিকেটে খুব কমই দেখা যায়, ১৪.৩ ওভারেই শেষ হয়ে যায় পুরো ইনিংস। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো, দলের সাতজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন, যার মধ্যে চেজ নিজেও আছেন।
ম্যাচ শেষে চেজ বলেন, তারা টানা তিনটি টেস্টেই একই ধরনের ভুল করেছেন। প্রতিবারই ভালো অবস্থান থেকে শেষ ইনিংসে ব্যাটিং ধস নেমেছে, যেখানে ব্যাটসম্যানদের মধ্যে লড়াইয়ের মনোভাব ছিল না। তার ভাষায়, “আমরা শিখছি না আমাদের ভুলগুলো থেকে। এটা খুবই হতাশাজনক ও বেদনাদায়ক।”
চেজ উইকেটের অবস্থাকেও কিছুটা দায়ী করেছেন এমন ব্যর্থতার জন্য। তিনি জানান, ব্যাটিং করা সহজ ছিল না, তবে উইকেট একতরফাভাবে বোলারদের সহায় ছিল না। এই সিরিজে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেননি, যা উইকেটের কঠিন অবস্থা তুলে ধরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে ওয়েস্ট ইন্ডিজ। চেজ জানান, ২০৪ রানের লক্ষ্যকে তারা যথেষ্টই যুক্তিসঙ্গত মনে করেছিলেন এবং ভেবেছিলেন, উইকেট ব্যাটিংয়ের জন্য উপযুক্ত। কিন্তু ১১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ ঘুরিয়ে দেওয়া আর সম্ভব হয়নি।
এই হারের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে হারে, যা তাদের ক্রিকেট ইতিহাসে আরেকটি গা ছমছমে অধ্যায় যোগ করেছে। সমর্থকদের কাছে এমন পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক বার্তা দিচ্ছে ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।