শনিবার, আগস্ট ৩০, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি   * নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন   * বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ   * শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতও, তাহলে কি বাণিজ্যচুক্তি শিগগিরই হচ্ছে না   * অস্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান  

   জাতীয়
অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।
  Date : 30-08-2025
Share Button

 

  • লেবার থেকে ঠিকাদার কখনো তিতাসের কর্মকর্তা কে এই খোকন?
  • চুক্তিতে রাতের আঁধারে গ্যাসের সংযোগ।
  • প্রতিটি বাড়িতে সংযোগে ব্যবহৃত হয় ৩০ থেকে ৪০টি চুলা হাতিয়ে নিচ্ছে ৮/১০ লক্ষ টাকা।
  • নিয়মিত গ্যাসের বিল উত্তোলনের টাকা যায় তিতাসের কর্মকর্তা সহ চক্রের পকেটে।
  • অবৈধ সংযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান।
  • গ্যাস চুরির মাষ্টার মাইন্ড গ্যাস খোকন ধরাছোঁয়ার বাইরে।
  • নিজের ১০ তলা বাড়ীরও অবৈধ গ্যাস সংযোগ।

 

একজন খোকন মিয়া বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলা জীবিকার সন্ধানে এসে কেরানীগঞ্জ এলাকায় বসবাস। করতেন দিনমুজুরের কাজ করতেন সে-সুবাদে তিতাস গ্যাসের ঠিকাদারের পাইপ লাইন বসানোর খননে সম্পৃক্ত হয়। ২০১০ সালের ২১শে এপ্রিল আবাসিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস ব্যবহারকারীরা বিপাকে পড়ে। সুযোগটি কাজে লাগায় লেবার খোকন, ঠিকাদারের সাথে চুক্তি করে আশে পাশের অবৈধ সংযোগের কাজ নিতে শুরু করে, সেই থেকে খোকনের উত্থান শুরু। আজ সে এলিট শ্রেনির লোক, অবৈধ সম্পদের দাপটে গ্যাস খোকন থেকে নাম পরিবর্তন করে হয়েছেন সৈয়দ আবুল হোসেন খোকন।
কেরানীগঞ্জের আলোচিত প্রভাবশালী সাবেক চেয়ারম্যান মৃত নাজিমুদ্দিনের ছোট ভাই শফি মিয়ার সাথে হাত মিলিয়ে হাসনাবাদ এলাকা সহ আশ পাশের শত শত অবৈধ সংযোগ দিয়েছে।জানা যায় এই অবৈধ সংযোগে জড়িত রয়েছেন তিতাসের কর্মকর্তারা। খোকন লেবার হয়েও নিজেকে তিতাসের ঠিকাদার পরিচয় দেন, খোকনের নিয়মিত যাতায়াত রয়েছে তিতাসের হেড অফিস ও কোরানীগঞ্জ আঞ্চলিক অফিসে।
অবৈধ কর্মকান্ড ও সম্পদ টিকিয়ে রাখতে ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন এই খোকন। সবাইকে পরিচয় দিতেন কেরানীগঞ্জ জিনজিরা জোনাল অফিসের একজন ঠিকাদার কখনো কর্মকর্তা। খোকন মিয়া ঠিকাদার না হয়েও চাইলেই অনায়াসে গ্যাস সংযোগ দিতে পারেন যে কারনে এলাকার গ্যাস সংযোগ প্রত্যাশীরা খুব সহজেই ধরা দিতেন তার কাছে। মোটা অংকের চুক্তিবদ্ধ হলেই লাগিয়ে দেন গ্যাস সংযোগ। এভাবে দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। তার সাথে জড়িত রয়েছেন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার প্রভাবশালী মহল, এছাড়া এক সময়ের হতদরিদ্র জসিম শিকদার ও শফি মিয়ার সাথে জোট করে বাগিয়ে নিয়েছেন অবৈধ সম্পদ।নাম বলতে অনিচ্ছুক ব্যক্তি জানায় একটি সংযোগ দিতে খোকন চক্রকে দিতে হয় ৭/৮ লাখ টাকা। এই টাকার একটি অংশ তিতাস গ্যাস আঞ্চলিক অফিস সহ হেড অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের পকেটে যায় বলে জানা গেছে।


তিতাস গ্যাস অফিসের বরাত দিয়ে জানা যায় ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত কেরানীগঞ্জ ও নারায়নগঞ্জ মিলিয়ে মোট ১১,৫৩৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তাতে ৮,৫৬৩৬২৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়। ২০২৪শের ডিসেম্বরে অভিযান চালিয়ে ১৬,১০২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তাতে ১০,৬২৬,২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়।২০২৪শে খোলামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তাতে ২,৫২৬ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়। ২০২৪শের সেপ্টেম্বরে দক্ষিন কেরানীগঞ্জ মধ্যপাড়ায় অভিযানে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান সহ আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাতে ২,৮৬,০০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়। ২০২৫ সালের ২১শে আগষ্ট কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়,তাতে ২২,৬১৭ ঘনফুট প্রতিমাসে গ্যাস সাশ্রয় হয়। ২০২৫ শের ১৩ই আগষ্ট অভিযান চালিয়ে কয়েকটি ঢালাই কারখানা ও একটি তারের কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয় সেখানে ৮০০ ঘনফুট গ্যাস অবৈধ ভাবে ব্যবহার হচ্ছিল। এখনো অসংখ্য পরিমান অবৈধ গ্যাস সংযোগ রয়েছে যার অনুসন্ধান চলমান রয়েছে।
খোকন মিয়া আওয়ামীলীগ সরকারের অঙ্গ সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে থেকে প্রভাব বিস্তার করে বাগিয়েছেন কোটি কোটি টাকা। গ্যাস অফিসের লোকজন খোকনের ভয়ে সব সময় থাকেন আতংকে। খোকন যাই বলেন তাই করতে বাঁধ্য হোন তিতাস গ্যাস কর্মকর্তারা।


দেখা যায় কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন খোকন গং তাতে একটি সংযোগে ২০ থেকে ৪০টি চুলায় গ্যাস খরচ হয়। খোকনের সহযোগী জসিম ও শফি সহ তার বাহিনীর লোকজন প্রতি মাসে চুলা প্রতি গ্যাসের বিল ১০০০ টাকা করে উত্তোলন করে থাকেন। কোনো মাসের বিল দিতে বিলম্ব হলেই গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুনরায় সংযোগ নিতে গ্রাহকের মোটা অংকের জরিমানা গুনতে হয়।এভাবে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা আদায় করে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খোকন গং অঢেল সম্পদের মালিক।তিন বছর আগে হাসনাবাদ হাউজিং এলাকায় গড়েছেন ১০তলা বাড়ী, যার মুল্য ৮ কোটি টাকার অধিক। নিজ ভবনের প্রতিটি তলায় রয়েছে অবৈধ গ্যাসের সংযোগ। উক্ত ঠিকানায় গিয়ে খোকনকে পাওয়া যায়নি, তিনি কমদতলী গ্যাস অফিসের পাশে নিজের কেনা ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। রাজউকের ঝিলমিল প্রকল্পে রয়েছে ৫কাঠার একটি প্লট। এছাড়া গ্রামের বাড়ীতে অর্ধশত বিঘা জমি কিনেছেন বলে জানাগেছে। তার চালচলনে রয়েছে আভিজাত্যের ছোয়াঁ। আওয়ামী সরকারের পতনের পর বিএনপি পন্থি নেতাদের হাত করে অপকর্ম অব্যাহত রেখেছে এছাড়া দলে ভেড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অতি দ্রুত পদক্ষেপ জরুরী



  
  সর্বশেষ
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ
খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com