স্টাফ রিপোর্টার:
গত সোমবার ২০ মার্চ তারিখে সন্ধ্যায় জাপানী ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনী কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিকারী কাওয়াই এর সৌজন্যে নোভো কার্গো সার্ভিসেস লিঃ এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে জাপানের মারুবেনী কর্পোরেশন, অরিয়েন্টাল কলস্যুলট্যান্স গ্লোবাল, মারুহিসা এবং নোভো কার্গো সার্ভিসেস লিঃ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।