শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবারবুলিং বিষয়ে সচেতনতামূলকসেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা   * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন   * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাট ফাঁকি !   * বাহুবলে লাল তীর সীড কোম্পানির ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত   * ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা   * ফেব্রুয়ারিতেই নির্বাচন : ইসি আনোয়ারুল   * রূপগঞ্জের বিলে অপরূপ পদ্ম-শাপলার সমারোহ  

   সভা-সেমিনার
বাংলাদেশ রেজোনেয়ারের সাইবারবুলিং বিষয়ে সচেতনতামূলকসেমিনার
  Date : 24-10-2025
Share Button

বর্তমান দিন ডেস্ক:

তরুণীদের অনলাইন হয়রানি রোধে সেমিনার আয়োজন করেছেবাংলাদেশ রেজোনেয়ার (টিবিআর)রাজনৈতিক অংশগ্রহণে সাইবারবুলিং এক বড় বাধা বাংলাদেশে দ্রুত বিকাশমান ডিজিটাল প্রেক্ষাপটে তরুণ ও নারীদেরপ্রতি সাইবার বুলিংয়ের প্রবণতা ক্রমবর্ধমান। বিশেষত, রাজনৈতিকঅঙ্গনে তাদের অংশগ্রহণে এই অনলাইন সহিংসতা বড় প্রতিবন্ধক হয়েউঠেছে এই প্রেক্ষাপটে সামাজিক উন্নয়নমূলক অ-লাভজনক প্রতিষ্ঠানবাংলাদেশ রেজোনেয়ার আয়োজন করছে সময়োপযোগী এক সেমিনার"সাইবারবুলিং এবং বাংলাদেশের তরুণী: নিরাময়, ক্ষমতায়ন ওসচেতনতা।"মূলক এই সেমিনারের উদ্দেশ্য হলো তরুণ ও তরুণীদেরডিজিটাল সাক্ষরতায় শিক্ষিত করা, অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনকরা এবং বিশেষ করে নারী কর্মীদের জন্য নিরাপদ ও ক্ষমতায়িতঅনলাইন পরিবেশ তৈরি করা গবেষণায় দেখা গেছে, দেশে সাইবার বুলিংয়ের শিকারদের মধ্যে নারী ওকিশোরীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ। এসব ঘটনার মধ্যে রয়েছে রিভেঞ্জপর্নোগ্রাফি, ভুয়া প্রোফাইল তৈরি, ব্ল‍্যাকমেইল, এবং অশালীন মেসেজ বাবার্তা প্রেরণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইননির্যাতনের উচ্চ ঝুঁকিতে রয়েছে, যেখানে অনেকে সপ্তাহে একাধিকবারএমন হয়রানির শিকার হন। মানসিক স্বাস্থ্যের ওপর এর ভয়াবহ প্রভাবওরয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রতি দশজন নারী ভুক্তভোগীর একজনমেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারে আক্রান্ত হন।
রাজনৈতিক প্রেক্ষাপটেও বিষয়টি উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে নারীরাজনৈতিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, হুমকি, ও মানহানিকরপ্রচারণার শিকার হয়েছেন, যা গণতান্ত্রিক অংশগ্রহণে এক অন্ধকার ছায়াফেলেছে। এমনকি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতেও নির্বাচনের সময়ধর্ষণের হুমকি ও চরিত্রহননের মতো ঘটনা ঘটেছে। পরিসংখ্যানে দেখাযায়, ২০২২ সালে রিপোর্টকৃত অনলাইন অপরাধের ৫২ শতাংশই সাইবারবুলিং সম্পর্কিত, যার একটি বড় অংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।যদিও সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সহ বিভিন্ন নীতি গ্রহণকরেছে, তবুও বাস্তব প্রয়োগে ঘাটতি রয়ে গেছে। বিশেষ করেজেনারেশন-জেড নারী ব্যবহারকারীদের ক্ষেত্রে, যারা অনলাইন সহিংসতার প্রধান ভুক্তভোগী। এই বাস্তবতার আলোকে বাংলাদেশ রেজোনেয়ার-এর এই সেমিনারটিরমূল লক্ষ্য হলো অনলাইন হয়রানির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরা, মানসিক পুনরুদ্ধার ও ক্ষমতায়নের পথ দেখানো, এবং তরুণসমাজের রাজনৈতিক অংশগ্রহণে অনুপ্রেরণা জোগানো সেমিনারের প্রধান দিকগুলো: বিশেষ অতিথি প্যানেল: ডা. মো. রাহানুল ইসলাম,bএমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিসিএস (স্বাস্থ্য) রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, সেন্ট্রাল ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার, ঢাকা অ্যাডভোকেট আশরাফ জলাল খান, সুপ্রিম কোর্টের আইনজীবীআইন উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক, নৌপরিবহন মন্ত্রণালয়, রাজউকলিগ্যাল অ্যাডভাইজর সিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, লেজার ট্রিটসানজিদা ইসলাম জুঁই, সহ-সম্পাদক, কালের কণ্ঠ, নিবেদিতা বিশ্বাস, প্রতিষ্ঠাতা পলিটি অ্যাকশন ল্যাব (PAL), ভারত। 
কী নোট বক্তা: পাঁচজন নারী সাইবারবুলিংয়ের ভুক্তভোগী, যাদেরপরিচয় গোপন রাখা হবে যদি তারা পরিচয় প্রকাশের ইচ্ছুক হন। তাদেরনাম প্রকাশ করা হনে। (ভিকটিম ১ থেকে ৫) তাদের বাস্তব অভিজ্ঞতাওপুনরুদ্ধারের গল্প শেয়ার করবেন। এসব বক্তব্যসংগঠনেরপ্রাক-রেকর্ডকৃত ভিডিও সাক্ষাৎকার থেকে সংগৃহীত।  অংশগ্রহণকারী: প্রায় ৬০ থেকে ১০০ জন শিক্ষার্থী। স্কুল, কলেজ ওবিশ্ববিদ্যালয় পর্যায়ের-এইআলোচনায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে বাংলাদেশ রেজোনেয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ সংগঠনের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে। পাশাপাশি সামাজিকযোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য একটি প্রোমোশনাল ভিডিওপ্রকাশ করা হয়েছে।
TBR এর প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জান্নাতুল নওরীন উর্মি বলেন,"এই উদ্যোগ শুধু অনলাইন নিরাপত্তা নয়, বরং তরুণী রাজনৈতিককর্মীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা। আমাদের লক্ষ্যএমন একটি ডিজিটাল বাংলাদেশ গড়া, যেখানে তরুণীরা হয়রানির ভয়ছাড়াই নেতৃত্ব দিতে পারে।"আরও তথ্য বা অংশগ্রহণের জন্য বাংলাদেশ রেজোনেয়ার-এরঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এই সেমিনারটি বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও নারী ক্ষমতায়নের যাত্রায় একগুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com