জার্মানির সংবাদপত্রের নাম ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটুঙ্গ (ফাজ)’। তারা জানিয়েছে, শুল্কযুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে তিনি চারবার ফোন করেছিলেন, কিন্তু মোদি একবারও তাঁর ফোন ধরেননি। সংবাদপত্রটি এ কথা লিখে বলেছে, মোদির এ মনোভাব শুধু তাঁর ‘ক্রোধের গভীরতাই নয়, তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন’, তা-ও বোঝাচ্ছে।
ফাজ লিখেছে, ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছে। ফোন না ধরে মোদি তা প্রতিহত করতে চেয়েছেন। পাশাপাশি তিনি এটাও বোঝাতে চেয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারত রাজি নয়।
একই ধরনের খবর ছাপিয়েছে জাপানি সংবাদপত্র ‘নিক্কেই এশিয়া’। তারা বলেছে, ফোন না ধরে মোদি বুঝিয়েছেন, তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন। এই আচরণ ট্রাম্পের হতাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।