প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের একটি পরিপত্রে এই দিবসটিকে সরকারিভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী, এ দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে এদিন সরকারি ছুটি থাকবে না।
বিভিন্ন জাতীয় দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায়, অনেকেই জানতে চাচ্ছেন ১৬ জুলাইতেও কি অফিস আদালত বন্ধ থাকবে। তবে স্পষ্ট করে জানানো হয়েছে, ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১৬ জুলাই পালিত হলেও এটি ছুটির দিন নয়। এদিন যথাযথ মর্যাদায় সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা যাবে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং কর্মদিবস অনুযায়ী কার্যক্রম চলবে।
অন্যদিকে, ৫ আগস্ট দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এদিন সাধারণ ছুটি থাকবে এবং ব্যাপক আকারে দিবসটি উদ্যাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সরকারি ছুটির ধরন অনুযায়ী ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সাধারণত ছুটি না থাকলেও আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয় সীমিত পরিসরে। এ সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই একটি গুরুত্বপূর্ণ দিবস হলেও, দেশের সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকসমূহ যথারীতি খোলা থাকবে।