খুলনা ডেস্ক:
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শুধুমাত্র এমসিকিউ অংশে এক বা দুই নম্বর কম থাকায় তারা ফেল করেছে, যদিও রচনামূলক অংশে অনেকেই ৪০ থেকে ৫০-এর বেশি নম্বর অর্জন করেছেন। এই কারণেই তারা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ বছর থেকে ছিটকে পড়ছেন বলে দাবি করেছেন।
শিক্ষার্থীরা বলেন, এমসিকিউ ও রচনামূলক অংশে আলাদা আলাদা পাসের নিয়ম এ বছর কার্যকর হওয়ায় প্রায় ছয় লাখ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তারা মনে করেন, এ নিয়ম শিক্ষার্থীদের জন্য অমানবিক এবং যথাযথ প্রস্তুতি বা সংস্কার ছাড়াই এটি বাস্তবায়ন করা হয়েছে। এতে করে হাজার হাজার শিক্ষার্থী হতাশায় নিমজ্জিত, মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে অবহেলার শিকার হচ্ছেন।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা দাবি করেছেন, যেসব পরীক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে ফেল করেছে, তাদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা হোক। তারা মনে করছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারবে।
এই দাবির পরিপ্রেক্ষিতে আগামী সোমবার, ১৪ জুলাই, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে ‘এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাচের অকৃতকার্য পরীক্ষার্থীবৃন্দের’ পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এসএসসি ব্যর্থতা কাটিয়ে শিক্ষাজীবনে দ্রুত ফিরে আসার প্রত্যাশায় শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন যাতে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে না পড়ে।