বুধবার, জুলাই ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দুই বাসের পাল্লাপাল্লিতে নিহত বাবা, সন্তান হাসপাতালে ক্যানসারে আক্রান্ত   * বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, ফাঁস হওয়া অডিওতে প্রমাণ   * খুলনায় জলাবদ্ধতা: ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নগরবাসী   * মোংলা-ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগের অভিযোগ   * নাস্তার দাওয়াতে ডেকে নিয়ে কিশোরকে বেধড়ক মারধর ও অপহরণের চেষ্টা   * ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড   * বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের   * পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সাগরে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, দুইজন নিখোঁজ   * খুলনায় চাঁদাবাজির অডিও ফাঁস, শোকজ দুই বৈষম্যবিরোধী নেতা   * যশোরে রেস্ট হাউস কাণ্ড: স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম হাসান সনি বহিষ্কার  

   বিশেষ সংবাদ
দুই বাসের পাল্লাপাল্লিতে নিহত বাবা, সন্তান হাসপাতালে ক্যানসারে আক্রান্ত
  Date : 09-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

রাজধানীর বকশীবাজারে দুই বাসের পাল্লাপাল্লির সময় মাঝখানে চাপা পড়ে নিহত হয়েছেন জহুরুল হক সেলিম নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তি। তিনি তাঁর ক্যানসারে আক্রান্ত ছেলেকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেলিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তাঁর দুই ছেলের মধ্যে একজন, জুবায়ের, ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ছেলের চিকিৎসার প্রয়োজনে তিনি পরিবারের সঙ্গে বকশীবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।

মঙ্গলবার রাতে ছেলেকে দেখতে বের হওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন সেলিম। সে সময় মৌমিতা পরিবহনের দুটি বাস অতিরিক্ত গতিতে পাল্লাপাল্লি করছিল। হঠাৎ তাদের মাঝে পড়ে গুরুতর আহত হন তিনি। ডান হাত ভেঙে যায় এবং তাঁর শরীরে আরও অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন ছিল। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর হাতে প্লাস্টার করে বাসায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু কিছু সময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর বোন সিনথিয়া বেগম জানান, সেলিম একজন দায়িত্বশীল ও যত্নশীল বাবা ছিলেন। ছেলের অসুস্থতার সময়টাতে এক মুহূর্তও পাশে থেকে সরে যাননি। তাঁর এই করুণ মৃত্যু পরিবারটির ওপর এক বড় ধাক্কা।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতারুজ্জামান জানান, ওই ঘটনায় মৌমিতা পরিবহনের দুই বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনা রাজধানীতে বেপরোয়া বাস চালনার পরিণতি এবং পথচারীদের নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। এক অসুস্থ সন্তানের জন্য ছুটে চলা এক বাবার জীবন এমন অনাকাঙ্ক্ষিতভাবে থেমে যাবে তা কল্পনাও করেনি তাঁর পরিবার।



  
  সর্বশেষ
দুই বাসের পাল্লাপাল্লিতে নিহত বাবা, সন্তান হাসপাতালে ক্যানসারে আক্রান্ত
বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, ফাঁস হওয়া অডিওতে প্রমাণ
খুলনায় জলাবদ্ধতা: ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নগরবাসী
মোংলা-ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগের অভিযোগ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com