খুলনা ডেস্ক:
খুলনার অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ ও আমরা বৃহত্তর খুলনাবাসী। ৭ জুলাই সকালে খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর পাঠানো হয়েছে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, মুনির চৌধুরী সোহেল, সরদার আবু তাহের, মো. ওমর ফারুক কচি, মো. মিজানুর রহমান, নাজমুল তারেক তুষারসহ অনেকে। তারা সবাই একবাক্যে বলেছেন, খুলনার অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী গ্যাস সরবরাহ।
নাগরিক নেতারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে জ্বালানি অবহেলার শিকার হয়ে আসছে। ভোলার অফশোর গ্যাস সম্পদ বরিশাল হয়ে পাইপলাইনের মাধ্যমে খুলনায় সরবরাহ করা হলে এই অঞ্চলে শিল্পবিপ্লব ঘটানো সম্ভব। তারা জানান, এই প্রকল্পটি বহু বছর ধরে পরিকল্পনায় থাকলেও বাজেট, পরিবেশ ছাড়পত্র ও নির্মাণ কার্যক্রম শুরুর অভাবে এখনো বাস্তবায়ন হয়নি।
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, গ্যাস সরবরাহ ছাড়া শিল্প-কারখানা, বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। ভোলার গ্যাস সম্পদ যথাযথভাবে ব্যবহৃত না হলে তা জাতীয় সম্পদের অপচয় হিসেবে দেখা হবে। তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের মানুষ এ প্রকল্প বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
বর্তমানে ভোলা-বরিশাল-খুলনা গ্যাস সংযোগ প্রকল্পটি বাস্তবায়নে দেরি হওয়ায় খুলনার শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অর্থনীতিবিদদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনা থমকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনগণের দাবি, উন্নত শিল্পাঞ্চল গঠনে গ্যাস সংযোগ আর দেরি না করে অবিলম্বে বাস্তবায়ন শুরু করা হোক।