খুলনা ডেস্ক:
খুলনার ইসলামপুর রোড এলাকায় একটি ব্যাচেলর হাউজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে বিলাসী গলিতে মোস্তফা কামাল চৌধুরীর মালিকানাধীন ‘বিলাসী ব্যাচেলর হাউজ’-এর নিচতলায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতিতে জুয়ার আসরে থাকা ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে জব্দ করা হয় ১০ সেট তাস ও নগদ ৩,৩৭৫ টাকা।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম (৫২), হুমায়ুন কবির খোকন (৫৮), নিলু হাসান (৪৭), ইকবাল হোসেন (৪২), সুদ হোসেন রানা (৫০), বসির তালুকদার (৩৮), জাকির হোসেন (৪৭), জাহাঙ্গীর হোসেন (৬০), ফরিদ খন্দকার (৫০), ইসহাক হাওলাদার (৫৪) এবং কালু (৬৫)। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা নিয়মিতভাবে ওই স্থানে জুয়ার আসর পরিচালনা করতেন এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ব্যাচেলর হাউজ ও পরিত্যক্ত বাড়িকে কেন্দ্র করে গোপনে পরিচালিত হচ্ছে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশের নিয়মিত অভিযান চালানোর পরও অপরাধীরা স্থান পরিবর্তন করে পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এ বিষয়ে সমাজ সচেতন মহল আরও কঠোর নজরদারি, আইনি ব্যবস্থা এবং এসব বাড়ির ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের দৃঢ় অবস্থানের আহ্বান জানিয়েছেন।
অভিযানটি খুলনা থানার পক্ষ থেকে পরিচালিত হয়, যা নগরবাসীর মধ্যে স্বস্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।