মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন   * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাঁট ফাকি!   * বাহুবলে লাল তীর সীড কোম্পানির ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত   * ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা   * ফেব্রুয়ারিতেই নির্বাচন : ইসি আনোয়ারুল   * রূপগঞ্জের বিলে অপরূপ পদ্ম-শাপলার সমারোহ   * ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষে নিহত-১ আহত-২০   * ভাঙ্গায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত-১   * প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে   * রাজউকে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  

   অর্থ-বাণিজ্য
অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ
  Date : 05-07-2025
Share Button

অনলাইন ডেস্ক:

আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে এটি চালু করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এ চালান সিস্টেম সংযুক্তি করা হয়েছে। এর মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার নতুন যুগের সূচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থবিভাগ।

এতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিক সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিক এই নগদ অর্থ খরচ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ বিভাগের আইবাস প্লাসপ্লাস আইবাস স্কিমের এ চালান সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে সফল ইন্টিগ্রেশন সম্পন্ন হয়েছে। এরপর আইবাস প্লাসপ্লাস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং কাস্টম হাউসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সফল প্রশিক্ষণ দেওয়া হয়। পরে গত ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টম হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সফলতার সঙ্গে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার অধিক কাস্টম শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে।

এ চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যে কোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

এর আগে গত ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টম হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তী সময়ে পানগাঁও কাস্টম হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসে একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেওয়া হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ অন্য সব কাস্টম হাউস একইভাবে এ চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়া যাবে।

সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে রাজস্ব আদায় প্রক্রিয়া হবে আরও সহজ এবং সরকারের আর্থিকখাত হবে আরও সুশৃঙ্খল, বলা হয় বিজ্ঞপ্তিতে।



  
  সর্বশেষ
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য
কর্পোরেট গ্রুপে বাড়ছে ভ্যাট অব্যাহতির অপব্যবহার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com