খুলনা ডেস্ক:
খুলনা সার্কিট হাউজ মাঠে আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। টানা ২১ দিনব্যাপী এই আয়োজন চলবে সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা, এমনকি সরকারি ছুটির দিনেও মেলা চালু থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ জুলাই বিকাল ৪টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
মেলায় থাকবে সরকারি ১০টি স্টলসহ মোট ৬০টি স্টল, যেখানে পাওয়া যাবে নানান প্রজাতির গাছের চারা। এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই আয়োজনকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে প্রচার উপকমিটি। এ উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় অংশ নেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, দৈনিক আমার দেশ ও কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধানবৃন্দ, বন বিভাগের প্রতিনিধি মোঃ ফজলুল হকসহ অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ অভিযান ও মেলার মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের এই উদ্যোগ খুলনার নাগরিকদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।