খুলনা ডেস্ক:
নিখোঁজের তিন দিন পর শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার একটি লেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের মরদেহ। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সৌমিকের বয়স ছিল ৩০ বছর। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং তৌফিকুর রহমানের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা সৌমিক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পরিবার। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে।
পরিবারের সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি সৌমিক। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরদিন শুক্রবার সকালে তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পুলিশ এ ঘটনায় সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে কাজ করছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকে তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। নিখোঁজের পর এমন পরিণতি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে, এবং ঘটনার পেছনে কোনো রহস্য আছে কিনা তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।