খুলনা ডেস্ক:
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন হাফিজুর রহমান (২৮) নামে এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ২৮ জুন, শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে।
নিহত হাফিজুর রহমান পাবনার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের বাসিন্দা এবং কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সেদিন সকালে তিনি ও তার সহকর্মীরা স্বস্তিপুর এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাতায়ন নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিবহনকারী একটি বাস দ্রুত গতিতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। বাসটি এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দায়িত্বরত হাফিজুর রহমানকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হাফিজুর রহমানকে তাৎক্ষণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা বাসটি থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখতে উভয় পক্ষের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবে এবং বাসের বৈধ কাগজপত্র ও চালকের দোষত্রুটি ছিল কি না—তা বিস্তারিতভাবে যাচাই করা হবে।