খুলনা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করেছেন এবং তেহরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ‘উদ্বেগজনক মাত্রা’ অতিক্রম করে, তাহলে ফের ইরানে বোমা হামলার কথা বিবেচনা করবেন বলে হুমকি দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে খামেনির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই মন্তব্য করেন। খামেনি বলেছিলেন, ইরান ‘আমেরিকাকে চড় মেরেছে’ এবং কখনোই আত্মসমর্পণ করবে না।
ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের একটি গোপন পরিকল্পনায় আয়াতুল্লাহ খামেনিকে হত্যার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনায় তিনি নিজে ভেটো দেন। তাঁর ভাষায়, “আমি জানতাম সে কোথায় লুকিয়ে আছে, তবুও আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ব্যবহার করিনি। আমি তাকে একটি লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি।”
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং দেশটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে সম্ভাবনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে খামেনির ‘উসকানিমূলক ও ঘৃণামূলক’ বক্তব্যের কারণে।
হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ফের বোমা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “নিঃসন্দেহে, অবশ্যই।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বা নিরপেক্ষ কোনো সংস্থা যেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন চালাতে পারে, তা নিশ্চিত করতে চান তিনি। তবে ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই এমন পরিদর্শন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা আইএইএ প্রধানের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে পরিদর্শন পুনরায় শুরু করাকে তিনি ‘শীর্ষ অগ্রাধিকার’ হিসেবে দেখছেন, কারণ ১৩ জুন থেকে আর কোনো পরিদর্শন হয়নি। অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন, যদিও আনুষ্ঠানিক কোনো আলোচনার তারিখ ঠিক হয়নি, তবে ইরান এখনও আলোচনায় আগ্রহী বলেই প্রতীয়মান হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়াতে পারে এবং বিশ্বজুড়ে তেলবাজার ও কূটনৈতিক সম্পর্কের ওপরও এর প্রভাব পড়তে পারে।