মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ   * রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত   * দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা   * বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত   * কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু   * ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প, চুক্তি প্রত্যাখ্যানের ইঙ্গিত   * ৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই, শেষ হল নিঃস্বার্থ জীবনের অধ্যায়   * তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, ইসরায়েলি হামলায় নিহতদের শ্রদ্ধায় লাখো মানুষের ঢল   * ‘গ্রামীণ ব্যাংক’ থেকে নোবেল—ড. ইউনূসের জীবনের ৮৫ বছরের গল্প   * ৪২ বছর বয়সে না–ফেরার দেশে ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা  

   আন্তর্জাতিক
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দ্বিতীয় দফা হুমকি ট্রাম্পের
  Date : 22-06-2025
Share Button

খুলনা ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান যদি শান্তিপূর্ণ আলোচনায় বসতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে আরও বড় ও ভয়াবহ সামরিক আক্রমণ চালানো হবে। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন, যা সরাসরি সম্প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতে।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, “আমি আজ বিশ্ববাসীকে জানাতে চাই, ইরানে চালানো হামলা ছিল আমাদের এক বিশাল সামরিক সাফল্য। এখন সময় এসেছে, হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর এমন হামলা আসবে যা তারা গত আটদিনে দেখেনি।”

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দ্বিতীয় দফায় হুমকি দিয়ে বলেন, ইরান যদি পাল্টা হামলার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তার চেয়ে বহুগুণ শক্তিশালী ও ভয়ানক জবাব দেবে। তিনি আরও লেখেন, “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ চালালে তার জবাব হবে ভয়াবহ এবং আগের যেকোনো প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি তীব্র।”

বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনাকর পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। একদিকে ইরানের পরমাণু কার্যক্রম, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান—এই দুইয়ের সংঘাতে গোটা অঞ্চলজুড়ে বাড়ছে সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক কূটনীতিক চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে বিশ্ব নেতাদের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা না হলে ভবিষ্যতে আরও জোরালো সামরিক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।



  
  সর্বশেষ
নিখোঁজের ৩ দিন পর লেকে মিলল সাবেক ঢাবি শিক্ষার্থীর মরদেহ
রাজধানীর উত্তরায় পাথরবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ তিনজন নিহত
দেশজুড়ে আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’, উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা
বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ আপিল বিভাগে স্থগিত

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com