খুলনা ডেস্ক:
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় তিন জন পথচারী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত প্রায় দুইটার সময় ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহতদের মধ্যে আছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত, ব্যবসায়ী নাসিমুল হক এবং জাবেদ আলী।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ওই পাথরবোঝাই ট্রাকটি আজমপুর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপার হচ্ছিলেন তিন পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ট্রাকটি পুলিশ জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে।
নিহত তিনজনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় উত্তরা পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি গোলাম মোস্তফা।
সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে এবং পথচারীদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।