খুলনা ডেস্ক
বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। শুক্রবার, ২৭ জুন মধ্যরাতে অসুস্থতা অনুভব করলে দ্রুত তাঁকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের মতে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু ঘটে। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে রাখা হয়েছে, এবং মৃত্যুর সঠিক কারণ জানা যাবে প্রতিবেদন হাতে এলে।
২০০২ সালে ইন্ডি পপ গানের রিমেক `কাঁটা লাগা` দিয়ে রাতারাতি আলোচনায় আসেন শেফালি। সাহসী উপস্থাপনার জন্য সে সময় তিনি হয়ে উঠেছিলেন বলিউডের আলোচিত ও সমালোচিত মুখ। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত `মুঝসে শাদি করোগি` সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন ৩৫টিরও বেশি। একসময় গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা সরে দাঁড়ান শেফালি, কারণ দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন তিনি। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।
শেফালির জনপ্রিয়তার আরেকটি দিক হলো রিয়েলিটি শোতে তাঁর উপস্থিতি। বিশেষ করে ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করে তিনি আবারও আলোচনায় আসেন। শোতে তাঁর আত্মবিশ্বাসী, সোজাসাপ্টা ও দৃঢ় ব্যক্তিত্ব দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
তার ব্যক্তিগত জীবন ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। ২০০২ সালে প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায়। ২০০৯ সালে তিনি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে নতুন জীবন শুরু করেন। এই দম্পতি ‘নাচ বালিয়ে ৫’ রিয়েলিটি শোতেও অংশ নেন।
শেফালি শুধু বিনোদনজগতেই নয়, মানসিক স্বাস্থ্য ও নারী অধিকার নিয়ে কাজ করেও সামাজিকভাবে আলোচিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর খোলামেলা ও আত্মবিশ্বাসী উপস্থিতি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। তাঁর অকাল মৃত্যুতে বলিউড অঙ্গন এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা তাঁকে স্মরণ করছেন একজন ‘নির্ভীক, উজ্জ্বল ও শক্তিশালী’ নারীর প্রতিচ্ছবি হিসেবে।
চিকিৎসকদের মতে, হৃদ্রোগেই মৃত্যুর সম্ভাবনা থাকলেও, নিশ্চিতভাবে কিছু বলা যাবে না ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত। শেফালির হঠাৎ চলে যাওয়া ভারতীয় বিনোদনজগতে এক শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ হবার নয়।