খুলনা ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই দিন পরই চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। তিনি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে সেখানে গেছেন। সফরের সময় তিনি চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ইরানের সামরিক প্রস্তুতি ও আকাশ প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে দেশটির অভ্যন্তরে ব্যাপক সমালোচনা চলছে। ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টাতেই ইরানের আকাশসীমা কীভাবে প্রতিরক্ষা ব্যতীত থেকে যায়, তা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন।
এদিকে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জীবিত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি তেহরানের একটি জনসমাবেশে তাকে সরাসরি জনসম্মুখে দেখা যায়। ফার্স নিউজ এজেন্সির ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, রাজধানীর কেন্দ্রস্থলে আয়োজিত ওই সমাবেশে তিনি উপস্থিত থেকে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন।
আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় ইংরেজি সংবাদমাধ্যম প্রেস টিভিও কানির উপস্থিতির ভিডিও প্রকাশ করেছে। তিনি কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার কাসেম সোলাইমানির উত্তরসূরি, যিনি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। এর আগে ইসরায়েল দাবি করেছিল যে, ১৩ জুন থেকে শুরু হওয়া হামলার সময় তারা ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের মধ্যে ইসমাইল কানিকেও টার্গেট করে হত্যা করেছে।
চীন সফর এবং ইসমাইল কানির জীবিত থাকার তথ্য মিলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ সামরিক নীতির দিকেই ইঙ্গিত দিচ্ছে।