খুলনা ডেস্ক:
ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায়, যা তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত। বুধবার সকালে এই রায় কার্যকর করা হয় এবং তিনজনকে ফাঁসিতে ঝোলানো হয়।
ফাঁসি দেওয়া ব্যক্তিরা হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। মিজান বার্তা সংস্থার বরাতে জানা যায়, এদেরকে শুধু গুপ্তচরবৃত্তির অভিযোগেই নয়, দেশে অস্ত্র ও সরঞ্জাম পাচারের চেষ্টার মাধ্যমে ‘হত্যাকাণ্ড চালানোর’ ষড়যন্ত্রেও দোষী সাব্যস্ত করা হয়েছে। ফাঁসি কার্যকরের আগেই তাঁদের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাঁদেরকে নীল কয়েদি পোশাকে দেখা যায়।
এর আগেও ইরান একাধিকবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। চলতি সপ্তাহের রোববার ও সোমবারেও একই ধরনের অভিযোগে কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের তথ্যমতে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংঘাতের প্রেক্ষাপটে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং এই সংঘাতকে তিনি ‘১২ দিনের যুদ্ধ’ নামে অভিহিত করেন।
এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন দিক উন্মোচন করছে, যেখানে গুপ্তচরবৃত্তি, সামরিক হামলা এবং আন্তর্জাতিক রাজনীতি একসাথে জটিল বাস্তবতা তৈরি করছে।