মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি   * কেরানিগঞ্জের সেই মামলাবাজ “আল মুজাহিদ সমিতি” ফের সক্রিয়   * যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩   * বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন যশোরের রাশেদ খান   * আজ ৮৬ বছরে সৈয়দ আব্দুল হাদী, গানে গানে যিনি হয়ে উঠেছেন ইতিহাস   * ম্যান সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল আল হিলাল   * শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উল্লাস পাল এখন প্রশাসন ক্যাডার   * সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল   * স্বৈরাচার পতনে আর ১৬ বছর নয়: জনগণের শক্তিতেই পরিবর্তনের আশা ড. ইউনূসের   * খুলনায় উত্তাল ছাত্র-জনতার আন্দোলন: পুলিশ কমিশনার অপসারণের দাবিতে রাজপথে বিক্ষোভ  

   সারাবাংলা
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উল্লাস পাল এখন প্রশাসন ক্যাডার
  Date : 01-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

স্বপ্ন, সংকল্প ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের উল্লাস পাল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জন্মগ্রহণ করেছিলেন তিনি, তবে সেটা কখনো তার স্বপ্নকে থামাতে পারেনি। পরিবার, অধ্যবসায় ও নিজের অদম্য মনোবল দিয়ে যেভাবে তিনি বারবার নিজেকে তৈরি করেছেন, তা অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে অসংখ্য তরুণের জন্য।

উল্লাস পালের জন্ম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামে। জন্ম থেকেই দুই হাত ও দুই পা বাঁকা ছিল, হাঁটতে পারতেন না স্বাভাবিকভাবে। পরিবার তাকে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করায়, অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে হাঁটা শিখলেও সেই হাঁটাচলা ছিল অসম্পূর্ণ। কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি।

প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বর্ষাকালে স্কুল যাতায়াত ছিল দুরূহ, কিন্তু বাবা প্রতিদিন সঙ্গে করে স্কুলে নিয়ে যেতেন। মেধাবী উল্লাস তখন থেকেই লেখাপড়ায় এগিয়ে। মাধ্যমিকে জিপিএ-৫, উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তি হন। সেখান থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

বিশ্ববিদ্যালয় জীবন শেষে শুরু হয় চাকরির জন্য লড়াই। ৪০তম ও ৪১তম বিসিএসে অংশ নেন। প্রথমটিতে মৌখিক পরীক্ষা দিয়েও কোনো পদে সুপারিশ পাননি, দ্বিতীয়টিতে নন-ক্যাডার পদে সুপারিশ পান। এরপরও তিনি থামেননি। লক্ষ্য ছিল স্পষ্ট বিসিএস ক্যাডার হওয়া, এবং সেটাও হতে হবে প্রশাসন ক্যাডারে।

৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এবং নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। কিন্তু প্রশাসন ক্যাডারের স্বপ্ন তখনও জাগ্রত। পরিশেষে ৪৪তম বিসিএসে উল্লাস পাল প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন, যা তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ।

ফলাফল ঘোষণার পর উল্লাস বলেন, নিজের নাম প্রশাসন ক্যাডারের তালিকায় দেখে আবেগ ধরে রাখতে পারেননি। পরিবার, প্রতিবেশী, শিক্ষক, সবাই তার এই অর্জনে আনন্দিত ও গর্বিত। তিনি বিশ্বাস করেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়, বরং মানসিক শক্তি ও সামাজিক সহানুভূতির মাধ্যমে প্রতিটি প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।

উল্লাস বলেন, সরকার যেখানে দায়িত্ব দেবে, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করতে চান। তার ইচ্ছা মানুষের সেবা করা, কারণ প্রশাসন ক্যাডার একটি জনকল্যাণমূলক পদ। তিনি চান সমাজ যেন শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়া মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদের প্রতি সম্মান দেখায়।

তার মা আন্না রানী পাল বলেন, ছোটবেলা থেকেই উল্লাস সংগ্রামী ছিল। লেখাপড়ায় ছিল মনোযোগী ও পরিশ্রমী। বাবা উত্তম কুমার পাল বলেন, সন্তানের সাফল্যে তারা গর্বিত। প্রতিবেশীরা বলেন, উল্লাস দেখিয়ে দিয়েছে প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তাকে স্মরণ করেন একজন দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিষ্ঠাবান ছাত্র হিসেবে। শিক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, উল্লাসের মতো ছাত্র অনেকের অনুপ্রেরণার উৎস হতে পারে।

এই সাফল্য শুধু একজন ব্যক্তির নয়, এটি প্রমাণ করে প্রতিকূলতা জয় করা সম্ভব, যদি থাকে ইচ্ছাশক্তি, শ্রম, ও সামাজিক সহায়তা।



  
  সর্বশেষ
কেরানিগঞ্জের সেই মামলাবাজ “আল মুজাহিদ সমিতি” ফের সক্রিয়
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন যশোরের রাশেদ খান
আজ ৮৬ বছরে সৈয়দ আব্দুল হাদী, গানে গানে যিনি হয়ে উঠেছেন ইতিহাস

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com