খুলনা ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, স্বৈরাচার পতনের জন্য যেন জনগণকে আর কখনো ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই চেষ্টাই এখন চলছে। তিনি মনে করিয়ে দেন, যখন জনগণ রাস্তায় নামে, তখন কোনো শক্তিই তা থামাতে পারে না। গণআন্দোলনের শক্তি ও জনগণের ঐক্য নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, আগামীতেও কেউ যদি স্বৈরাচার হতে চায়, তাহলে জনগণ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের মধ্যে এখন সেই রাজনৈতিক সচেতনতা ও প্রত্যয়ের উন্মেষ ঘটেছে, যা যেকোনো অন্যায় ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।
তিনি এসব কথা বলেন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ কর্মসূচি দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় স্মরণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আয়োজিত।
এ সময় ড. ইউনূস বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ আর কোনো স্বৈরাচারী শাসনের শিকার হবে না, কারণ জনগণের শক্তি ও ন্যায়ের দাবিই হবে দেশের দিকনির্দেশক।