খুলনা ডেস্ক:
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত এক দুর্গম বনে চিতা বাঘের উপস্থিতি আবারও প্রমাণিত হয়েছে। বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) সম্প্রতি তাদের বসানো ক্যামেরা ট্র্যাপে একটি চিতা বাঘের (ল্যাপার্ড) পরিষ্কার ছবি ধারণ করেছে। ছবিটি সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
সিসিএর প্রধান নির্বাহী শাহরিয়ার সিজার জানিয়েছেন, তারা দীর্ঘ ১০ বছর ধরে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নিয়ে গবেষণা করে আসছেন। ২০১৫ সালেও চিতা বাঘের অস্তিত্ব শনাক্ত হয়েছিল, তবে এবারের ২০২৫ সালের ছবিটি আরও স্পষ্ট, উচ্চমানের এবং প্রমাণ হিসেবে অত্যন্ত মূল্যবান। ছবিটি চলতি বছরের জুন মাসে একটি ট্র্যাপ ক্যামেরায় ধারণ করা হয়, যেটি এক মাস আগে ওই স্থানে স্থাপন করা হয়েছিল।
তিনি আরও জানান, চিতা বাঘের পাশাপাশি এই অঞ্চলের বনে ভালুকের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। তবে প্রাণীদের সুরক্ষার জন্য যে নির্দিষ্ট স্থানে এই বন্যপ্রাণী ক্যামেরায় ধরা পড়েছে, তা প্রকাশ করা হয়নি— যেন শিকারিদের দৃষ্টি এড়িয়ে প্রাণীগুলো নিরাপদে থাকতে পারে।
এই আবিষ্কার প্রমাণ করে যে, পার্বত্য চট্টগ্রামের জৈব বৈচিত্র্য এখনো সমৃদ্ধ এবং সচেতন সংরক্ষণের মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর টিকে থাকা সম্ভব। সিসিএর এই সফলতা দেশের বন্যপ্রাণী সংরক্ষণে একটি ইতিবাচক বার্তা বহন করছে।