খুলনা ডেস্ক:
যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় নির্মাণাধীন একটি সাততলা ভবনের পঞ্চম তলার ব্যালকনি ধসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রকৌশলী ও এক নির্মাণশ্রমিক। সোমবার দুপুর ১২টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলে থাকা লোকজন জানান, হঠাৎ বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দেখা যায়, ব্যালকনির ইটের গাঁথনি ভেঙে নিচে পড়েছে এবং তিনজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।
নিহতরা হলেন কুষ্টিয়া সদরের প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুর সদরের প্রকৌশলী আজিজুল ইসলাম (৩৬) এবং চাপাইনবাবগঞ্জের নির্মাণশ্রমিক নুরু মিয়া। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি ইজিবাইকে করে আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণকাজটি পরিচালনা করছে বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় দীর্ঘ ১০ বছর ধরে ভবন নির্মাণকাজে নিরাপত্তাবিধি ও নীতিমালার তোয়াক্কা না করেই কাজ চালিয়ে আসছিল। একাধিকবার এলাকাবাসী অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি।
নিহত প্রকৌশলী আজিজুল ইসলামের স্ত্রী ও শিশু কন্যার কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় যশোর জেনারেল হাসপাতালে। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভও প্রকট হয়ে ওঠে।
ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।