শুক্রবার, জুলাই ৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চার দিনের রিমান্ডে নাঈমুর রহমান দুর্জয়, আদালতে নেওয়া হলো হেলমেট পরিয়ে   * পর্তুগিজ তারকা দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যু, ফুটবল বিশ্বে শোকের ছায়া   * ৫ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব লেনদেন, জানুন বিস্তারিত সময়সূচি   * ধানমন্ডিতে নিরাপত্তা শূন্যতা, রাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত   * খুলনার রূপসায় ইটভাটার আড়ালে কোটি টাকার প্রতারণা   * ভিয়েতনামের সঙ্গে ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি, কমলো শুল্কহার   * দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি   * দায়িত্বশীলতার স্বীকৃতি পেলেন এটিসি কন্ট্রোলার জাহিদুল   * জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের কবিতার আসর   * ৭ জুলাই থেকে খুলনায় শুরু হচ্ছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা ২০২৫  

   বিশেষ সংবাদ
চার দিনের রিমান্ডে নাঈমুর রহমান দুর্জয়, আদালতে নেওয়া হলো হেলমেট পরিয়ে
  Date : 03-07-2025
Share Button

মানিকগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ৩ জুলাই বিকেলে তাঁকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক সাদবীর ইয়াছির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উপস্থিতির সময় নাঈমুর রহমানের মাথায় পুলিশের হেলমেট পরানো ছিল। তাঁর আদালতে আনা নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন মানরা এলাকায় বিএনপির একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সরকারদলীয় নেতা-কর্মীরা। এতে অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ গুরুতর আহত হন। ঘটনার চার মাস পর, গত ৩ ডিসেম্বর সাদিকুল ইসলাম নামের এক যুবক বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান আসামি এবং নাঈমুর রহমান অন্যতম আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া মানিকগঞ্জের দৌলতপুর থানায় করা আরও একটি মামলায় নাঈমুর রহমান প্রধান আসামি। অভিযোগে বলা হয়, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আলমসহ বেশ কয়েকজন বিএনপি কর্মীর ওপর হামলা করে তাঁদের আহত করা হয় এবং এ সময় বিস্ফোরক দ্রব্য ব্যবহৃত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, সমাবেশে সরাসরি গুলি চালানো এবং অস্ত্রের যোগানদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নাঈমুর রহমানের। কেউ কেউ হামলায় স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

২ জুলাই রাতে রাজধানীর লালমাটিয়া থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাঁকে মানিকগঞ্জে এনে সদর থানায় হস্তান্তর করা হয়।

২০০১ সালে দেশের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করা নাঈমুর রহমান পরে আওয়ামী লীগে সক্রিয় হয়ে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৪ অক্টোবর আদালত তাঁর এবং তাঁর স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

বর্তমানে এই মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



  
  সর্বশেষ
কেরানিগঞ্জের সেই মামলাবাজ “আল মুজাহিদ সমিতি” ফের সক্রিয়
যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন যশোরের রাশেদ খান
আজ ৮৬ বছরে সৈয়দ আব্দুল হাদী, গানে গানে যিনি হয়ে উঠেছেন ইতিহাস

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com