খুলনা ডেস্ক:
ঢাকার ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরবেলায় ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
রিনা ত্রিপুরা মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। ঘটনার আগের দিন বুধবার রাতে তিনি খাগড়াছড়ি থেকে ঢাকায় ফেরেন। বৃহস্পতিবার ভোরে কলেজের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
ভুক্তভোগীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, ছিনতাইকারীরা রিনার মাথা ও ডান কাঁধে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ, দুই হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনাটি ধানমন্ডি থানায় জানানো হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘটনায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করছে এলাকাবাসী ও শিক্ষার্থী সমাজ।