খুলনা ডেস্ক:
এনসিসি ব্যাংক ২০২৫ সালের ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সকল ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখবে। এই সময় কোর ব্যাংকিং সিস্টেম (CBS) আপগ্রেডের কাজ চলবে, যা ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের অংশ।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৮ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা ও উপশাখায় কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে কোনো ধরনের লেনদেন, যেমন ডেবিট কার্ড ব্যবহার, এটিএম সেবা, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি সেবা পাওয়া যাবে না।
ব্যাংকটির আবেদনের ভিত্তিতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। গ্রাহকদের ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় লেনদেন সেরে ফেলার অনুরোধ জানানো হয়েছে।
এনসিসি ব্যাংকের আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এই আপগ্রেড ভবিষ্যতে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
এই সময়সীমায় যেকোনো জরুরি লেনদেন পরিকল্পনার ক্ষেত্রে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা বিবেচনা করা শ্রেয়।