খুলনা ডেস্ক:
সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে, যেখানে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস এবং ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে দুটি বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ইউনিক পরিবহনের বাস চালকের সহকারী রাজু (২৫)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে রয়েছে দুই বাসের চালকসহ আরও অনেক যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ধরনের দুর্ঘটনা মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা এবং চালকদের সচেতনতার গুরুত্ব আবারও সামনে এনেছে। বর্তমানে পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে এবং আহতদের চিকিৎসা সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।