খুলনা ডেস্ক:
যশোরের মনিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন, আহত হয়েছেন আরও তিনজন। ৭ জুলাই দুপুর ২টার দিকে মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস ভ্যানযাত্রীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতদের একজন হলেন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং অন্যজন গাইবান্ধার সাঘাটা উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া। নিহত রতন ঘটনাস্থলে এবং নাজমুল বাস থামাতে গিয়ে চাপা পড়ে মারা যান।
আহতদের মধ্যে সোয়াইব হোসেন ও ইব্রাহিম হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, আর গুরুতর আহত বাবুল আক্তারকে পাঠানো হয়েছে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যশোরগামী ছিল এবং পেছন থেকে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে রতন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী নাজমুল শেখ বাধা দেন। এ সময় বাস তাকে চাপা দেয় এবং তিনিও ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চালক আবদুল গণিকে আটক করেন এবং বাসটিও জব্দ করেন। মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পথচারী নিরাপত্তা ও বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।