খুলনা ডেস্ক:
যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা আসে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত ৩০ জুন সন্ধ্যায়, যখন ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এক নারীকে স্ত্রী পরিচয়ে নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরেই যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ ও রেস্ট হাউস কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সনি ও তার সহযোগীরা দরজায় ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। ওসি বাধা দিলেও পরে ধস্তাধস্তির একপর্যায়ে কক্ষে প্রবেশ করে তারা।
এই ঘটনার সময় ছাত্রদল নেতা সনি ও তার সহযোগীরা কক্ষের ভেতরে ভাঙচুর চালান, ভিডিও ধারণ করেন এবং রেস্ট হাউসের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীকে মারধর করেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই সনি ও তার সহযোগীরা ওসি ও ওই নারীকে পেছনের দরজা দিয়ে বের করে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে পুলিশ প্রশাসন ওসি সাইফুল ইসলামকে সকালে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করে। সেই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে ঝিনাইদহ জেলা পুলিশ। পুলিশ সুপার মনজুর মোর্শেদ গণমাধ্যমকে জানান, তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, গোলাম হাসান সনিকে তার প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, যেকোনো ব্যক্তি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার দলে কোনো জায়গা নেই।
এই ঘটনা যশোর ও ঝিনাইদহ এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক জনসচেতনতা তৈরি হয়েছে।