খুলনা ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শামিম আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ জুলাই সোমবার সকালে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং সাংবাদিকতার পেশায় নিবেদিত ছিলেন দীর্ঘ সময় ধরে।
বাদ আসর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার দীর্ঘ কর্মজীবন, নিরলস প্রচেষ্টা ও সাংবাদিকতা জগতের প্রতি দায়বদ্ধতা তাকে পেশার একজন সম্মানিত মুখে পরিণত করেছিল।
শামিম আহমদের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিকতা অঙ্গনে শামিম আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।