খুলনা ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজন হলেন, রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান।
একই ঘটনায় গুরুতর আহত রবি বুনার্জী (২০) নামের একজনকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে যাদের আনা হয়েছিল, তাদের কেউই জীবিত ছিলেন না।
ডা. আহমদ ফয়সল জামান, মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), জানান যে চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার ফলাফল প্রয়োজন। তিনি বলেন, গ্যাসের বিষক্রিয়া ছিল কিনা তা পরীক্ষার পরই বলা যাবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহতরা সম্ভবত কোনো কাজের প্রয়োজনে ট্যাংকে নামেন। তবে সঠিক তথ্য জানতে অপেক্ষা করতে হবে তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টের ওপর।