খুলনা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। যদিও আলোচনার মাধ্যমে কিছু অমীমাংসিত ইস্যু থেকে গেছে, উভয় দেশই ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে তা সমাধানে আশাবাদী।
আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, দুই দেশের মধ্যে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে এবং এ প্রক্রিয়া ভার্চুয়াল ও সরাসরি উভয় মাধ্যমেই এগিয়ে যাবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব, যাঁরা ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশগ্রহণ করেন।
বাণিজ্য ও নিরাপত্তা–উভয় খাতে অগ্রগতি এনে দিতে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন উভয় পক্ষ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।
তিন দিনব্যাপী এই দ্বিপক্ষীয় আলোচনার আয়োজন ও সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আলোচনায় শুল্ক বিষয়ক ইস্যুগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এবং এই সংক্রান্ত আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।