খুলনা ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে একটি জনসমাগমপূর্ণ পথসভায় এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নেতারা। দেশব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়। এনসিপি নেতারা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে এনসিপির প্রার্থীদের বিজয়ী করতে হবে। এখনই সময় দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমানে প্রচলিত মুজিববাদী সংবিধান রাতের ভোট ও বাকশাল রোধে ব্যর্থ হয়েছে। এজন্য একটি নতুন জনগণকেন্দ্রিক সংবিধান গঠন জরুরি। তিনি আরও জানান, আসন্ন ৫ আগস্টের আগেই “জুলাই ঘোষণাপত্র” চূড়ান্ত করার দাবি জানানো হচ্ছে, যা হবে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি।
এ সভায় আরও বক্তব্য দেন আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, খুলনার জনগণ অতীতেও চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং ভবিষ্যতেও ন্যায় ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে।
পদযাত্রার অংশ হিসেবে এনসিপি নেতারা যশোর থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা সোয়া ছয়টায় খুলনার টাইগার গার্ডেনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। মাগরিবের নামাজের পর শুরু হওয়া পথসভা ক্রমে বিশাল সমাবেশে পরিণত হয়। সভা শেষে নেতারা খালিশপুর পিপলস্ গোল চত্বরে আরও একটি সমাবেশে অংশ নেন।
রাতেই এনসিপি প্রতিনিধিরা “জুলাই শহীদ” সাকিব রায়হানের পরিবারকে দেখতে যান এবং তার পিতা-মাতার সঙ্গে দেখা করেন, যা দলটির মানবিক ও জনগণের সঙ্গে সংযুক্ত থাকার প্রতীকী উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।