খুলনা ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করার সময় যেভাবে জনতা তাকে ঘিরে ফেলেছিল বা `মব জাস্টিস` করেছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, এ ঘটনায় যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকালে গাজীপুরের মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, যেসব সংবাদমাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা সঠিক নয়। বরং উত্তরা এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করা হয়েছে এবং তার সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে তদন্ত চলছে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কৃষি জমি রক্ষার জন্য শিগগিরই একটি ‘কৃষি জমি সুরক্ষা আইন’ করা হচ্ছে, যাতে কৃষিজমি দখল এবং অপব্যবহার রোধ করা যায়। পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদেশি ফলের প্রতি নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় জাতকে টিকিয়ে রাখতে হবে।
পরিদর্শনকালে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের পরিচালক এনামুল হকসহ প্রশাসন, পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রম উন্নয়নে নানা নির্দেশনা প্রদান করেন।