খুলনা ডেস্ক:
সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গুণী সাংবাদিক মামুন রেজা আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার (২০ জুন) রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত এই সাংবাদিকের প্রথম জানাজা শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শনিবার (২১ জুন) দুপুর ১২টায় দিঘলিয়ায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মামুন রেজা ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আজকের কাগজ ও দৈনিক যুগান্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে দৈনিক সমকালের সঙ্গে যুক্ত হয়ে খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। একইসঙ্গে তিনি চ্যানেল টুয়েন্টি ফোর-এর খুলনা প্রতিনিধি হিসেবেও কাজ করছিলেন।
তার মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের গণমাধ্যম জগতে একজন নিবেদিতপ্রাণ, নির্ভীক ও প্রজ্ঞাবান সাংবাদিক হিসেবে মামুন রেজার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভাব পূরণ হবার নয়।