বুধবার, জুন ৭, ২০২৩
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিআরটিএ’র সর্বাঙ্গের ক্ষত,মলম দিবে কত ? সদরের হোঁতার আস্কারায় সার্কেলও এখন বেপরোয়া,হোঁতাসহ সদরের জালিয়াতি সিন্ডিকেটের   * কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র   * (ফলোআপ): -মহত্য বটে-সেই অন্তঃসত্ত্বার লাশ ছিনিয়ে নদীর চরে দাফন,এটাও একটা “গণকবর”   * রাজধানীতে প্রতারণার সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার   * অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন, গুজবে নষ্ট করা যাবে না   * লোডশেডিংয়ে দেশের মানুষ কষ্ট পাচ্ছে : প্রধানমন্ত্রী   * বাজেট বাস্তবায়ন সম্ভব নয় : ড. আহসান এইচ মনসুর   * ভারতে ভয়াবহ প্রানঘাতী ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২৮৮   * মিতু খুনে ৭ বছর পর গ্রেফতার কালু   * ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ  

   অপরাধ-দূর্নীতি
ওসি প্রদীপের সম্পদ ৭ দেশে !
  Date : 23-05-2023
Share Button


অনলাইন ডেস্ক-
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদের তথ্য চেয়ে সাতটি দেশে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন দেশ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই চিঠির জবাব পাওয়া যায়নি। গতকাল সোমবার চট্টগ্রামে এ তথ্য জানান দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।
চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এক সততা সংঘের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১০৪ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে দুদক কমিশনার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। দুদক কমিশনার সাংবাদিকদের বলেন, ওসি প্রদীপের বিরুদ্ধে ইতোমধ্যে মামলার রায় হয়েছে। আরও মামলা চলমান আছে। সম্পদের নিশানার খোঁজে সাতটি দেশের সঙ্গে আমাদের পত্রালাপ হয়েছে। সেটি অবশ্য খুব বেশিদিন হয়নি। মাত্র একমাস হয়েছে। বিদেশে সম্পদের কোনো খোঁজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি। সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না। আমরা আবার তাগাদা দেব। এটা আমাদের নিয়মিত কাজ। কোনো ব্যক্তি যদি মানিলন্ডারিং করে, বিদেশে টাকা পাচার করে, সেটা খুঁজে বের করে দেশে ফেরত আনা এটা আমাদের নিয়মিত কাজ। এক্ষেত্রে যে কোনো কৌশল আমরা অবলম্বন করবো।
আর কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান চলমান আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশেষ পেশার সদস্যদের টার্গেট করে দুদক কোনো তদন্ত করে না। চাকরিজীবীদের বিষয়ে তদন্ত করা হয়, এর বাইরে সাধারণ মানুষ যারা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন, তাদের বিষয়েও আমরা অনুসন্ধান করি এবং আইনগত ব্যবস্থা নিই। কোনো বিশেষ শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে দুদক তদন্ত করে না। আমলাদের দুর্নীতির বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, আমরা চাকরিজীবীদের বিরুদ্ধে তদন্ত করি, মামলা করি। এর বাইরে ব্যবসায়ীসহ যারা অবৈধ সম্পদ অর্জন করে তাদের বিষয়ে তদন্ত করি, মামলা করি। সুতরাং সুনির্দিষ্টভাবে আমলাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ চাকরিজীবীর মধ্যে আমলারাও আছেন। এদিকে ২০২২ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদ- দেন আদালত। একই রায়ে আদালত তাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দেন। প্রদীপের স্ত্রী চুমকিও কারাগারে আছেন। আদালতের রায়ের পর দেশের বাইরে প্রদীপের আর কোনো সম্পদ আছে কি না সেটা জানতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কানাডার ফিন্যান্সিয়াল ইন্টেলিজ্যান্টস ইউনিটের কাছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এরপর টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই বছরের ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ কুমার দাশ। ওই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি দেওয়া রায়ে প্রদীপকে মৃত্যুদ-ের আদেশ দেন আদালত।



  
  সর্বশেষ
জজ কোর্টে আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
কয়লা সংকটে বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র
রাজধানীতে প্রতারণার সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন, গুজবে নষ্ট করা যাবে না

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com