খুলনা ডেস্ক:
ঝিনাইদহ জেলার ছয়টি থানায় চালু হলো অনলাইন জিডি করার সুযোগ, যা তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার রাত ১২টায় সদর থানায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও।
নতুন এই অনলাইন সেবার মাধ্যমে এখন থেকে শুধু হারানো বা প্রাপ্তির জিডি নয়, বরং সব ধরনের সাধারণ ডায়েরি ঘরে বসেই করা যাবে। ব্যবহারকারীরা gd.police.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব সহজেই অনলাইন জিডি করতে পারবেন।
জিডি করার পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট থানার একজন তদন্ত কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং নাগরিক নিজেই জিডির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এতে করে পুলিশি সেবা পেতে আর বারবার থানায় যেতে হবে না, কমবে সময়, খরচ ও হয়রানি, সাথে বাড়বে সেবার স্বচ্ছতা ও কার্যকারিতা।
ঝিনাইদহ শহরের এক ব্যবসায়ী কামরুজ্জামান লিমন জানান, তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তিনি অনলাইনের মাধ্যমে সদর থানায় প্রথম জিডি করেন। তিনি বলেন, "এই সেবাটি অত্যন্ত সুবিধাজনক। খুব সহজেই ঘরে বসে জিডি করতে পারলাম। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে এটা নিয়ে আরও প্রচারণা চালানো জরুরি, যাতে সবাই এই ডিজিটাল সেবা সম্পর্কে জানতে পারে ও উপকৃত হয়।"
এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটি বাস্তব উদাহরণ। অনলাইন জিডি কার্যক্রমে নাগরিকরা এখন আরও সহজে, নিরাপদে ও দ্রুত পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।