খুলনা ডেস্ক:
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তাঁদের মধ্য থেকে মোট ৫ হাজার ২০৬ জন পরীক্ষার্থী লিখিত অংশে উত্তীর্ণ হয়েছেন। এই উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখন ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় রোববার (২০ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত শুক্রবার, ১৮ জুলাই। দুই ঘণ্টার এই এমসিকিউ টাইপ পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১২টায়। উল্লেখ্য, ২৯ মে পিএসসি এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৭০০টি পদ নির্ধারিত ছিল সহকারী সার্জনের জন্য এবং ৩০০টি পদ সহকারী ডেন্টাল সার্জনের জন্য।
এর আগেও বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের মধ্য দিয়ে চিকিৎসা খাতে আরও দক্ষ জনবল অন্তর্ভুক্তির নতুন দ্বার উন্মোচিত হলো, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।