খুলনা ডেস্ক:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার দেওয়া শোক বার্তায় তিনি এই দুর্ঘটনাকে জাতীয় শোকের মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বহু মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার সময়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করবে।
উল্লেখ্য, সোমবার দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং দগ্ধ অবস্থায় অন্তত ২০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। দুর্ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।