খুলনা ডেস্ক:
ঢাকায় জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ আবু সাঈদ (৫২)। শুক্রবার রাত প্রায় তিনটার দিকে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় একটি যাত্রাবিরতির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সমাবেশে অংশ নিতে মাওলানা আবু সাঈদসহ খুলনা দাকোপ উপজেলা জামায়াতের একটি প্রতিনিধিদল বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ভাঙ্গা এলাকায় পৌঁছালে চা পান ও বিশ্রামের জন্য বাস থামানো হয়। এ সময় তাদের বহনকারী একটি বাসের ব্যানার খুলে গেলে সেটি ঠিক করতে আবু সাঈদসহ কয়েকজন নিচে নামেন। হঠাৎ পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় আরও দুই জন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. কামাল হোসেন আহত হন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান ও উপ-পরিদর্শক মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেখ আবু সাঈদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার গৌরকাঠি গ্রামে। তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। পারিবারিকভাবে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানের পিতা।
জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে যাওয়ার পথে এমন একটি দুর্ঘটনা গভীর শোকের। এ ঘটনায় তারা মর্মাহত এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িত বাস ও চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।