বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৩   * গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ১৪৪ ধারা জারি করল প্রশাসন   * গোপালগঞ্জে পৌঁছেছে এনসিপি নেতারা, পথে উত্তেজনা ও হামলার ঘটনা   * নির্বাচন কমিশনের শিডিউল তালিকায় ‘নৌকা’ ফেরায় আসিফ মাহমুদের তীব্র সমালোচনা   * সচিব পদে পদোন্নতি পেয়ে দুদকের দায়িত্বে মোহাম্মদ খালেদ রহীম   * প্রযুক্তির ছায়ায় ম্লান খুলনার ঐতিহ্যবাহী ক্লাব জীবন   * বাংলাদেশে উদ্‌যাপিত হলো এশিয়ান পেইন্টসের ‘কালারনেক্সট ২০২৫’   * মাত্র ২৭ রানে অলআউট, লজ্জাজনক পরাজয়ে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ   * খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে কোটি টাকার আত্মসাৎ, ৭ দিনেও ফেরত মেলেনি গ্রাহকের টাকা   * কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবার গ্রেপ্তার, মায়ের দায়ের হত্যা মামলা  

   বিশেষ সংবাদ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ১৪৪ ধারা জারি করল প্রশাসন
  Date : 16-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

ঘটনার সূত্রপাত হয় গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় দুপুর দেড়টার দিকে, যেখানে এনসিপির সমাবেশ চলছিল। সমাবেশ শেষে হঠাৎ করে চারদিক থেকে সশস্ত্র হামলা শুরু হয়। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এসময় পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে বিকল্প পথে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে বহু নেতাকর্মী একটি স্থানে অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, "আমরা প্রশাসনের কাছ থেকে আশ্বস্ত হয়েছিলাম যে পরিস্থিতি শান্ত থাকবে। কিন্তু দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয়। গ্রাম ও শহর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের লোকজন এসে আমাদের ওপর হামলা চালিয়েছে।"

এছাড়া সকালে এনসিপির `মার্চ টু গোপালগঞ্জ` কর্মসূচিকে কেন্দ্র করে ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

এই ঘটনার ফলে গোটা গোপালগঞ্জ শহরে আতঙ্ক বিরাজ করছে, বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।



  
  সর্বশেষ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ১৪৪ ধারা জারি করল প্রশাসন
গোপালগঞ্জে পৌঁছেছে এনসিপি নেতারা, পথে উত্তেজনা ও হামলার ঘটনা
নির্বাচন কমিশনের শিডিউল তালিকায় ‘নৌকা’ ফেরায় আসিফ মাহমুদের তীব্র সমালোচনা
সচিব পদে পদোন্নতি পেয়ে দুদকের দায়িত্বে মোহাম্মদ খালেদ রহীম

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com