খুলনা ডেস্ক:
খুলনায় অপহরণের শিকার হয়ে চরম আতঙ্কের মধ্য দিয়ে যাওয়া খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলনা নগরীর ৪নং ঘাট এলাকা থেকে কিছু ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয়ে পরিচিত করে এবং পরে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে।
খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতে খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপরই পুলিশ একাধিক ইউনিট নিয়ে অভিযান শুরু করে। অপহরণকারীরা পুলিশের তৎপরতায় ভয় পেয়ে সুশান্ত কুমার মজুমদারকে ছেড়ে পালিয়ে যায়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণকারীদের চাঁদার দাবির প্রেক্ষিতে পরিবার থেকে কিছু অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। ওই মোবাইল ব্যাংকিং এজেন্টকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও দ্রুত পদক্ষেপে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সুশান্ত কুমার মজুমদারের পরিবারে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।