খুলনা ডেস্ক
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুল সিগনালের কারণে চট্টলা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত স্টপেজে না থেমেই চলে যাওয়ার ঘটনা ঘটেছে, ফলে শত শত যাত্রী ভোগান্তির শিকার হন। এই ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটে থেমে যাত্রী ওঠানামার কথা থাকলেও ভুল সিগনালের কারণে ট্রেনটি থামেনি।
ঘটনার পর ভোগান্তিতে পড়া যাত্রীরা স্টেশন মাস্টারকে ঘেরাও করে প্রতিবাদ জানান। পরবর্তীতে বিকল্প হিসেবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনে থামিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষ নাঙ্গলকোট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীলকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি গঠন করা হয়েছে তিন সদস্যের একটি তদন্ত কমিটি।
ঘটনার ব্যাখ্যায় স্টেশন মাস্টার রুপন চন্দ্র শীল জানান, তিনি লাকসাম কেবিন মাস্টারকে চট্টলা এক্সপ্রেস চালানোর কথা বলেন, কিন্তু কেবিন মাস্টার সম্ভবত সেটিকে সুবর্ণ এক্সপ্রেস মনে করে ভুল তথ্য দেন। অপরদিকে, কেবিন মাস্টার শিমুল মজুমদার জানিয়েছেন, ট্রেনের ড্রাইভার বা গার্ডও স্টপেজে ট্রেন থামাতে পারতেন। তাদের পক্ষ থেকেও দায়িত্বে গাফিলতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলা স্পষ্ট হওয়ায় স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তে প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।