খুলনা ডেস্ক:
এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক রঙ ও ট্রেন্ড গবেষণার অংশ হিসেবে ‘কালারনেক্সট ২০২৫’-এর মাধ্যমে বাংলাদেশে ঘোষণা করেছে এ বছরের প্রতীকী রঙ ‘কার্ডিনাল’। রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ইপেন, আঞ্চলিক প্রধান বুদ্ধাদিত্য মুখার্জি, পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, স্থপতি, ডিজাইনার ও সৃজনশীল খাতের বিশিষ্টজনেরা।
২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস প্রতি বছর ‘কালারনেক্সট’ নামক একটি বিশদ বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করে, যেখানে নতুন রঙ, উপকরণ, টেক্সচার এবং ডিজাইন ট্রেন্ড তুলে ধরা হয়। এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রভাবশালী ট্রেন্ডসেটিং গাইড হিসেবে পরিচিত।
২০২৫ সালের প্রতীকী রঙ ‘কার্ডিনাল’ সম্পর্কে জানানো হয়, এই গাঢ় ও আবেগঘন রঙটি আত্মানুসন্ধান, গভীর অন্তরচিন্তা ও প্রশান্তির প্রতীক। এটি মানুষের অভ্যন্তরীণ সংযোগ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
জোসেফ ইপেন বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা এমন রঙ এবং টেক্সচার উপস্থাপন করছি যা শুধু দৃষ্টিনন্দনই নয়, বরং মানুষের জীবনে অর্থবহ প্রভাব ফেলে। কালারনেক্সট সেই পরিবর্তনের পথনির্দেশক।
বুদ্ধাদিত্য মুখার্জি বলেন, ‘কার্ডিনাল’ রঙটি বর্তমান সময়ের মানসিকতা ও আবেগকে ধারণ করে। বাংলাদেশে এটি পরিচিত করিয়ে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
এশিয়ান পেইন্টসের এই উদ্ভাবনী প্রচেষ্টা ডিজাইন ও স্থাপত্য জগতে নতুন রঙের ব্যাখ্যা ও ব্যবহারের ধারা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।