বুধবার, জুলাই ১৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাংলাদেশে উদ্‌যাপিত হলো এশিয়ান পেইন্টসের ‘কালারনেক্সট ২০২৫’   * মাত্র ২৭ রানে অলআউট, লজ্জাজনক পরাজয়ে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ   * খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে কোটি টাকার আত্মসাৎ, ৭ দিনেও ফেরত মেলেনি গ্রাহকের টাকা   * কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবার গ্রেপ্তার, মায়ের দায়ের হত্যা মামলা   * কুমিল্লার নাঙ্গলকোটে যাত্রী রেখে চলে গেল ট্রেন   * মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০   * মুক্তিপণের পর উদ্ধার: খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে স্কুল মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা   * অপরাধ দমনে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু আজ থেকেই   * বৈষম্যবিরোধী আন্দোলন বিরোধী মামলায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর   * জুলাই আন্দোলনের স্মরণে ব্যতিক্রমী আয়োজন, থাকবে গান, চলচ্চিত্র ও ড্রোন শো  

   জাতীয়
খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে কোটি টাকার আত্মসাৎ, ৭ দিনেও ফেরত মেলেনি গ্রাহকের টাকা
  Date : 15-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

খুলনার শিরোমনি এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা মেসার্স হাজারী এন্টারপ্রাইজের গ্রাহকরা এখনও ফেরত পাননি তাদের আত্মসাৎ হওয়া টাকা। ৭ জুলাই ওই শাখার ক্যাশ ইনচার্জ কাগজী মাহাবুবুর রহমান ও মার্কেটিং অফিসার মনিরুল গাজী গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। সাত দিন পার হলেও কোনো গ্রাহক এখনো তাদের আমানতের অর্থ ফেরত পাননি, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

এজেন্ট ব্যাংকিং সেবা ২০২০ সালের সেপ্টেম্বর মাসে শুরু করেন এ এইচ এম শফিউল্লাহ নামের একজন ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে জামায়াত সমর্থক হিসেবে পরিচিত। কাগজী মাহাবুবুর রহমান ও মনিরুল গাজী শুরু থেকেই এ শাখায় দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ রয়েছে, তারাও জামায়াত সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে জড়িত। জুলাইয়ের শুরু থেকেই মাহাবুব অফিসে অনুপস্থিত থাকেন এবং ৭ জুলাইয়ের পর থেকে মনিরুলকেও আর দেখা যায়নি। গ্রাহকরা পরে জানতে পারেন, তাদের জমাকৃত অর্থ মূল ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন দিনমজুর আকরাম গাজী, যার ছেলে মঞ্জুরুল ইসলাম জানান, চার বছর ধরে জমা দেওয়া ৭৭ হাজার টাকার বিপরীতে ব্যাংকে গিয়ে দেখা যায় মাত্র ১ হাজার টাকা রয়েছে। এজেন্ট শাখার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও কার্যত কিছুই করা হয়নি।

স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারাও তাদের নিজ নিজ হিসাব থেকে অর্থ আত্মসাতের শিকার হয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা বলেন, তার হিসাবে ২ লাখ ৮০ হাজার টাকা ছিল, অথচ একাধিকবার শাখায় গিয়েও সম্পূর্ণ টাকা পাননি। জামায়াতের স্থানীয় নেতা সৈয়দ হাসান মাহমুদ টিটুও দাবি করেছেন, তার ২৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে, তবে মাহাবুব ও মনিরুলের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এদিকে ইসলামী ব্যাংকের ফুলতলা শাখা থেকে জানানো হয়েছে, এজেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য। তবে বাস্তবে এখনো গ্রাহকরা টাকার কোনো হদিস পাননি, যার ফলে ব্যাংকিং নিরাপত্তা এবং গ্রাহক সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে খুলনা জুড়ে।



  
  সর্বশেষ
বাংলাদেশে উদ্‌যাপিত হলো এশিয়ান পেইন্টসের ‘কালারনেক্সট ২০২৫’
মাত্র ২৭ রানে অলআউট, লজ্জাজনক পরাজয়ে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ
খুলনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে কোটি টাকার আত্মসাৎ, ৭ দিনেও ফেরত মেলেনি গ্রাহকের টাকা
কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবার গ্রেপ্তার, মায়ের দায়ের হত্যা মামলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com